ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

আইন ও আদালত

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, অক্টোবর ১৮, ২০১৮
অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

বরিশালে: অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে বরিশালে মাহবুব আলম নামে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মাহবুব চাপাইনবাবগঞ্জ জেলার রহনপুর নুনগোলা এলাকার বাসিন্দা জাইদুর রহমানের ছেলে।

বুধবার (১৭ অক্টোবর) বরিশালের জেলা জজ মহসিনুল হক বিচারাধীন বরিশালের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এ রায় দেন।  

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোতয়ালি মডেল থানা পুলিশ।

অভিযানে দু’টি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও আমেরিকার তৈরি একটি পিস্তলসহ মাহবুবকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের ছয় মাস পর তদন্তকারী কর্মকর্তা একই থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত ১০ জনের মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অবৈধভাবে পিস্তল রাখায় ১০ বছর এবং গুলি রাখায় সাত বছর কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।