ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল আজিজের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল আজিজের ইন্তেকাল

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল আজিজ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বাদ জোহর সু্প্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, বুধবার (১৭ অক্টোবর) রাত সোয়া ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

বিচারপতি আবদুল আজিজ ১৯৪৩ সালের ১ জানুয়ারি ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তিনি কোর্ট চাঁদপুর ইংলিশ স্কুল থেকে ১৯৫৮ সালে ম্যাট্রিকুলেশনের পর এডওয়ার্ড কলেজ থেকে আইএ পাস করেন। যশোরের ঐতিহাসিক মাইকেল মধুসূদন কলেজ থেকে বিএ পাস করার পর ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।

বিচারপতি মো. আবদুল আজিজ ২৭ এপ্রিল ১৯৯৮ সনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অস্থায়ী বিচারপতি হিসেবে যোগদান করেন। ২৭ এপ্রিল ২০০০ সালে স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে ২০০৯ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিযুক্ত হন। একই বছরের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।