ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ভান্ডারিয়ায় মাদকবিক্রেতার ৮ বছরের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মিলন আকন (৩২) নামে এক মাদকবিক্রেতাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত মিলন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মোশারফ আকনের ছেলে।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৬ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল উপজেলার কাপালিরহাট বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ মিলনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় মিলনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের ১৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইউম মিলনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত নয়জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে মিলনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।