ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রিমান্ড শেষে নিপুণ রায়সহ ৭ জন কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
রিমান্ড শেষে নিপুণ রায়সহ ৭ জন কারাগারে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে মনোনয়ন ফরম কেনার সময় সংঘর্ষ, অগ্নিসংযোগের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ সাতজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।

পাঁচদিন রিমান্ড শেষে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।

**গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী আটক

আদালতে নিপুণের বাবা অ্যাডভোকট নিতাই রায় চৌধুরীসহ অন্য আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন।

পরে আদালত জামিনের আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংঘর্ষের ঘটনায় করা মামলায় ১৫ নভেম্বর পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায়কে গ্রেফতার করে পুলিশ।

পরদিন ১৬ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

অন্য আসামিরা হলেন-ইউনুস মৃধা, আবুল হাশিম সবুজ, মামুন অর রশিদ, আরিফা সুলতানা রুমা, আমির হোসেন ও মোহসিন মিয়া।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।