ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা আইনজীবী সমিতির দু’দিনের ভোটগ্রহণ বুধবার শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
ঢাকা আইনজীবী সমিতির দু’দিনের ভোটগ্রহণ বুধবার শুরু

ঢাকা: ২০১৯-২০ মেয়াদে ঢাকা আইনজীবী সমিতির দুইদিনের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে বুধবার (২৭ ফেব্রুয়ারি)। এদিন সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত। বৃহস্পতিবারও (২৮ ফেব্রুয়ারি) একই সময়ে ভোট নেয়া হবে। 

নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের সমন্বয়ে গঠিত ‘সাদা প্যানেল’ ছাড়াও বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা ‘নীল প্যানেলে’ প্রার্থী দিয়েছেন। সব মিলিয়ে এবার সমিতির ২৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী।

সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি গাজী মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, সম্পাদক মো. আসাদুজ্জামান খান (রচি), ট্রেজারার আব্দুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক (আসিফ), গ্রন্থাগার সম্পাদক মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক শায়লা পারভীন পিয়া, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম (কাদির), ক্রীড়া সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির টগর।

১৫টি সদস্য পদে এ এইচ এম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ), আয়শা বিনতে আলী, হয়াথ আল মাহমুদ(ঝিকূ), কাউসার হাসান, মাসুম মৃধা, মো. বাহারুল ইসলাম (বাহার), মো. হাসান আকবর আফজাল, মো. ইব্রাহিম হোসেন, মো. জুয়েল সিকদার, মো. মানুম মিয়া, মো. সাব্বির হাসান, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, তানভীর আহম্মেদ (সজীব) ও তুসার ঘোস।

আর নীল প্যানেল থেকে সভাপতি মো. ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতি এ আর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী খান হাসান, ট্রেজারার লুৎফর রহমান (আজাদ), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক মো. ছাকায়েত উল্লাহ ভূঁইয়া (ছোটন), গ্রন্থাগার সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোশেদা খাতুন শিল্পী, দপ্তর সম্পাদক জুলফিকার আলী হায়দার (জীবন), ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম (আকাশ), সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব হাসান (রানা) নির্বাচনে অংশ নিয়েছেন।  

এ প্যানেল থেকে ১৫টি সদস্য পদে অংশ নিয়েছেন আজাহার উদ্দিন (রিপন), কাজী রওশান দিল আফরোজ, এম আর কে রাসেল, মো. বাবুল আক্তার (বাবু), মো. ইব্রাহিম (খলিল), ইকবাল মাহম্মুদ সরকার, মাহাদি হাসান জুয়েল, রাসেদুল ইসলাম (রাসেল), মোহাম্মদ ইব্রাহিম (স্বপন), মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ইয়াছিন মিয়া, ফারাহানা আক্তার (লুবনা), নজরুল হক শুভ, শাহীন সুলতানা (খুকি) ও সাদেকুল ইসলাম ভূঁইয়া (জাদু)।

গত ৩১ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সমিতির নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল জানান, নির্বাচন সম্পন্ন করতে ২০ আইনজীবীকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।  

এবার সমিতির বৈধ ভোটার সংখ্যা ১৭ হাজার ৮৯৭ জন। এর মধ্যে নতুন ভোটার রয়েছেন প্রায় আড়াই হাজারের মতো।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯ 
এমএআর/এমএ                         
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।