ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী আবুল বাশারের ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী আবুল বাশারের ইন্তেকাল মো. আবুল বাশার

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী মো. আবুল বাশার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  

এরপর তার কর্মস্থলে মরদেহ রাখা হয়। সেখানে মরহুমের সহকর্মী আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ বিদায় জানান।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জন্মস্থান চট্টগ্রামের পটিয়া থানার বড়লিয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম আবুল বাশার ১৯৬৭ সালে আইন পেশায় যুক্ত হন। শেষদিন পর্যন্ত তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। মরহুমের বাবা কাজেম আলী ছিলেন একজন স্কুলশিক্ষক এবং শ্বশুর আক্তার কামাল চৌধুরী তৎকালীন যুক্তফ্রন্টের প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।