ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ডিআইজি মিজানের ভাগনে এসআই মাহমুদুলও কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
ডিআইজি মিজানের ভাগনে এসআই মাহমুদুলও কারাগারে আদালতে হাজির করার সময় বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমান। ফাইল ফটো

ঢাকা: সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় তার ভাগনে মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুলকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৪ জুলাই) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে আদালতে আত্মসমর্পণ করে এসআই মাহমুদুল হাসান আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।

তবে এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী।  

উভয়পক্ষের শুনানি শেষে মাহমুদুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ২ জুলাই একই আদালত ডিআইজি মিজানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে ডিআইজি মিজানের বিরুদ্ধে গত ২৪ জুন মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

মামলায় মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোটভাই মাহবুবুর রহমান ও ভাগনে পুলিশের কোতোয়ালি থানার এস আই মো. মাহমুদুল হাসানকে আসামি করা হয়েছে।

গত ২০ জুন বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের জব্দ করা (ক্রোক) সম্পত্তির মধ্যে জমির একটি অংশ ও ফ্ল্যাট নিজের বলে দাবি করেছেন শেফালী বেগম নামে এক নারী।

শেফালী বেগম একই আদালতে বুধবার (০৩ জুলাই) ঢাকার রমনা থানার কাকরাইল মৌজার সিটি-৫৯৮৮ নং দাগের ১৪৮৫ অযুতাংশ জমির মধ্যে ০০৪০ অযুতাংশ জমি এবং ১১তলা ভবনের দ্বিতীয় তলার উত্তর দিকের ১৪৭৬ বর্গফুটের ফ্ল্যাট এবং বেজমেন্টের ৮ নং কারপার্কিং স্পেস তার নিজের বলে দাবি করেন।  

জব্দ হওয়া এ সম্পত্তি অবমুক্তের জন্য আদালতে আবেদন করেন তিনি। শেফালী বেগম যার থেকে এই জমি-ফ্ল্যাট কিনেছেন তিনি-ই হলেন আসামি মাহমুদুল হাসান।
 
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এমএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।