বুধবার (৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে এ মামলা দায়ের করেন নাইমুলের বাবা মজিবুর রহমান। এতে প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক এবং কিশোর আলোর প্রকাশক মতিউর রহমানকে বিবাদী করা হয়।
আদালত নথি পর্যালোচনার পর আদেশের জন্য মামলাটি রাখেন।
গত ১ নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয় আবরার। এরপর আয়োজকরা তাকে উদ্ধার করে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আবরার ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী ছিল। আবাসিক এ শিক্ষার্থীর গ্রামের বাড়ি নোয়াখালী।
অভিযোগ উঠেছে, অবহেলাজনিত কারণে নাইমুলের মৃত্যু হয়েছে। যদিও কিশোর আলো কর্তৃপক্ষ এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
কেআই/এইচএ