ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অস্ত্র মামলায় কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে অভিযোগপত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
অস্ত্র মামলায় কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে অভিযোগপত্র

ঢাকা: অস্ত্র মামলায় মোহাম্মদপুরের ‘সুলতান’খ্যাত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র‌্যাব।

সোমবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়। এরপর বিচারক তাতে ‘দেখিলাম’ লিখে স্বাক্ষর করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৩ ডিসেম্বর (মঙ্গলবার) এই মামলার ধার্য তারিখ রয়েছে।

গত ১৯ অক্টোবর দিনগত রাতে বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা রাজীবকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিদেশি মদের সাতটি বোতল, একটি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, নগদ ৩৩ হাজার টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়। গত ২০ অক্টোবর রাতে রাজধানীর ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে রাজীবের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে র‌্যাব।

ওইদিন মধ্যরাতে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় রাজীব‌কে ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছি‌লেন আদালত। এরপর গত ১১ ন‌ভেম্বর অস্ত্র মামলায় দ্বিতীয় দফায় রাজী‌বের চার‌দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রা হয়। সেই রিমান্ড শেষে ১৯ নভেম্বর তাকে কারাগারে পাঠান আদালত। সেই থেকে তিনি কারাগারেই আছেন।  

২০১৫ সালে কাউন্সিলর নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দলীয় প্রার্থী ও মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ বজলুর রহমানকে হারিয়ে নির্বাচিত হন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ন‌ভেম্বর ২৫, ২০১৯
কেআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।