ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রায়ে প্রমাণ হয়েছে এমন অপরাধে ছাড় নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
রায়ে প্রমাণ হয়েছে এমন অপরাধে ছাড় নেই

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া-রাজীবের মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, এই রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এমন অপরাধে ছাড় নেই।

কেউ এ ধরনের অপরাধ করলে পার পাবে না। এই রায়ের মাধ্যমে আরও প্রমাণিত হয়েছে এ ধরনের অন্যায়ের শিকার হয়ে আদালতে এসে প্রতিকার পাবেন।

দুই বাস মালিককে খালাসের বিষয়ে রাষ্ট্রপক্ষ আপিল করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রায় পড়বো ও বিশ্লেষণ করবো। রায় পড়ার শেষে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। তবে সার্বিকভাবে রায়ে আমরা সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।