ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খা‌লেদার অবমাননা মামলার অভি‌যোগ গঠন শুনা‌নি ফের পেছালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
খা‌লেদার অবমাননা মামলার অভি‌যোগ গঠন শুনা‌নি ফের পেছালো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জাতীয় পতাকা ও মু‌ক্তি‌যোদ্ধা‌দের অবমাননা মামলায় অভিযোগ গঠন শুনানির তা‌রিখ ফের পি‌ছি‌য়ে আগামী ১২ জানুযারি নির্ধারণ ক‌রে‌ছেন আদালত।

বুধবার (৪ ডিসেম্বর) এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।  

তবে খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় এদিন তাকে আদালতে হাজির করা হয়নি।

এ কারণে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকার অতিরিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট (এসিএমএম) আসাদুজ্জামান নূর অভিযোগ গঠন শুনানির নতুন এই দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি বাংলা‌নিউজ‌কে নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা মামলাটি দায়ের করেন। ২০১৭ সালে তেজগাঁও থানার পুলিশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দেয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
কেআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।