ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কাউন্সিলর প্রার্থী নাদিম চৌধুরীর হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
কাউন্সিলর প্রার্থী নাদিম চৌধুরীর হাইকোর্টে জামিন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রদল নেতা নাদিম চৌধুরীকে আট সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (০৬ জানুয়ারি) বিচারপতি রইস উদ্দিন ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নাদিম চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মরিয়ম খন্দকার।

পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে রমনা থানায় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন নাদিম। আজ আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।