ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুই সহোদরসহ ৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
দুই সহোদরসহ ৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড 

ঢাকা: এক লাখ ২৩ হাজার পিস ইয়াবার বড়ি উদ্ধার হওয়ার মামলায় কক্সবাজারের আপন দুই সহোদরসহ ৪ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় দেন।

 

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. হোসেন আলী ওরফে আলম, জসীমউদ্দীন ওরফে আরমান, সালাউদ্দিন ও মিজানুর রহমান। এদের মধ্যে মো. হোসেন আলী ও  জসীম উদ্দীন আপন দুই ভাই।  

২০১৮ সালের ১৫  মার্চ এক লাখ ২৩ হাজার পিস ইয়াবার বড়ি উদ্ধার ঘটনায় হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করে পুলিশ। একই বছরের ১৪ নভেম্বর ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৮ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১২ জনের সাক্ষ্য নেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।