বরিশাল: নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় ঝালকাঠিতে মাদক বিক্রেতা জুয়েল হাওলাদারকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (২৩ নভেম্বর) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল হাওলাদার জেলার কল্যাণকাঠি এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। রায় ঘোঘণার সময় জুয়েল ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন।
বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানান, ২০১৫ সালের ২৭ মে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের চিন্ময় মিত্র তার সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর বটতলা পুরাতন পাসপোর্ট গলিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ জুয়েলকে আটক করে মামলা দায়ের করেন।
একই বছর ১৬ জুলাই তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর জসিম উদ্দিন মামলার চার্জশিট জমা দেন। ট্রাইব্যুনাল ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এমএস/এনটি