ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

খাগড়াছড়ি: স্ত্রী রীনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী জামাল উদ্দিনকে ফাঁসি দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা আলমগীর হাসানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি জামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।  

জানা যায়, যৌতুকের জন্য প্রায় জামাল উদ্দিন স্ত্রী রীনা আক্তারের ওপর নির্যাতন করতেন। সর্বশেষ ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাতে জামালা উদ্দিন ফের স্ত্রীকে নির্যাতন করে। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটি ঘটে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা পৌরসভার কাজী নগরে। এ ঘটনার একদিন পর রীনা আক্তারের বাবা আব্দুর রহিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২০১৭ সালের ২৬ মার্চ আদালতে চার্জশিট জমা দেয়। আদালতে ৯ জন স্বাক্ষ্য দেন।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে ফাঁসি ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।