ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কিশোর আরিফ হত্যা: প্রধান আসামি জনি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
কিশোর আরিফ হত্যা: প্রধান আসামি জনি কারাগারে ছবি: প্রতীকী

ঢাকা: ড্যান্ডি খাওয়াকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে আরিফ হোসেন (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম জনিকে (১৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।  

রোববার (৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।

 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব তালুকদার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে জনিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে জনির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলাটিতে গ্রেফতার জোনাকীকে (১২) গত শনিবার (২ জানুয়ারি) গাজীপুরের কোনাবাড়ীর কিশোরী সংশোধনাগার কেন্দ্রে পাঠানোর আদেশ দেন আদালত।

গত শুক্রবার (১ জানুয়ারি) রাতে ড্যান্ডি খাওয়া নিয়ে জনি ও আরিফের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর জনি তার সঙ্গীদের নিয়ে আরিফ ও তার সঙ্গীদের ওপর হামলা করে। অন্যরা পালিয়ে গেলেও জনিকে গণপিটুনি দেয় স্থানীয়রা।  

আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে ঢাকা ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় আরিফের বাবা কবির হোসেন বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।