ঢাকা: কোকেন ও হেরোইন দেশ-বিদেশ থেকে সংগ্রহ ও হেফাজত করার মামলায় চয়েজ রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
৩০২.৩৫৯ কেজি হেরোইন এবং ৫.২৯৮ কেজি কোকেন দেশ-বিদেশ থেকে সংগ্রহ/হেফাজতের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ১২ জানুয়ারি সিআইডি এ মামলা করে।
এ মামলায় গত বছরের ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট চয়েজ রহমানকে জামিন দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ২৭ সেপ্টেম্বর শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। এ আদেশের ধারাবাহিকতায় আবেদনটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আসে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আপিল বিভাগ স্থগিতাদেশ কন্টিনিউ রেখে আবেদনটি ১৫ জুলাই পর্যন্ত স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ইএস/এফএম