ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
মানিকগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড 

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকায় মাদক সেবনরত অবস্থায় আটক দু’জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন তাদের দু’জনের মধ্যে একজনকে নয় মাস ও অপরজনকে ছয় মাসের কারাদণ্ড দেন।

 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-উত্তর সেওতা এলাকার রাজা মাস্টারের ছেলে এ কে এম শরিফুল ইসলাম ও তার বাড়ির ভাড়াটিয়া সুমন খান।

এ বিষয়ে মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সেওতা এলাকায় অভিযান চালিয়ে শরিফুলের কাছে তিন গ্রাম হেরোইন ও সুমন খানের কাছে দুই অ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত নেশার ইনজেকশন ব্যবহার করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।  

জেলাকে মাদকমুক্ত করতে এমন অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।