ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের কমিটি ঘোষণা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের কমিটি ঘোষণা

ঢাকা: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৩৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।

ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও সদস্য সচিব ফজলুর রহমান এই কমিটি অনুমোদন দেন।  

এর আগে একই দিনে সুপ্রিম কোর্ট বার ইউনিটে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. আবদুল জাব্বার ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে গাজী কামরুল ইসলাম সজলকে দায়িত্ব দেওয়া হয়।  

বাংলাদেশ সময় ০৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
কেআই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।