ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাদারীপু‌রে হত্যা মামলায় ২ জ‌নের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
মাদারীপু‌রে হত্যা মামলায় ২ জ‌নের ফাঁসি

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে সাহেদ বেগ (৪০) হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (২৭ জানুয়ারি) দুপু‌রে অ‌তিরিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক লায়লাতুল ফের‌দৌস এ আদেশ দেন।

একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।  

সাজাপ্রাপ্তরা হ‌লেন- রা‌জৈর উপ‌জেলার হরিদাসদী- ম‌হেন্দ্রদী ইউ‌নিয়‌নের ইউসুফ আলী মুন্সীর ছে‌লে সে‌লিম মুন্সী ও একই এলাকার আবুল কালাম আজা‌দের ছে‌লে পা‌ভেল শিকদার। তবে দুই আসামিই পলাতক র‌য়ে‌ছেন ব‌লে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর সি‌দ্দিকুর রহমান সিং।

মামলার ন‌থি সূ‌ত্রে জানা গে‌ছে, রাজৈর উপজেলার মহেন্দ্রদী এলাকার এলেমউদ্দিন বেগের ছেলে সাহেদ বেগ ২০১২ সা‌লের ২৯ ন‌ভেম্বর রা‌তে লি‌বিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ ক‌রে বা‌ড়ি ফিরছিলেন। এসময় তার কাছে ৭০ হাজার টাকার ইউরো ও নগদ ৪০ হাজার টাকা ছিল। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার পরিবার খোঁজ করতে থাকে। পরের দিন সকালে রা‌জৈর উপ‌জেলার বা‌টিয়ারকান্দা গ্রা‌মের খা‌লে সা‌হে‌দের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করে ওই দু’জনের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ‌ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।