ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মুন্সিগঞ্জে ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
মুন্সিগঞ্জে ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা  প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ: ফসলি জমির মাটি কেটে দুইটি ইটভাটায় সরবরাহ করায় ভেকু চালক মিঠুন ঘোষকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বালু মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় চালককে এই জরিমানা করা হয়েছে।  

মিঠুন কেরানীগঞ্জ জেলার রাজেন্দ্রপুর থানার পূর্বদি গ্রামের মহেন্দ্র ঘোষের ছেলে।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকুর মাধ্যমে মাটি কাটা চলছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। সেখানে ভেকুর মাধ্যমে মাটি কেটে নিকটস্থ এসবিএম ও এইচবিএম নামের দুইটি ইটভাটাতে মাটি সরবরাহ করা হচ্ছিল। এসময় ঘটনাস্থলে থাকা ভেকু চালককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষিজমির মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।