ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৩ দিনের রিমান্ড শেষে মেয়র আব্বাসকে আদালতে সোপর্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
৩ দিনের রিমান্ড শেষে মেয়র আব্বাসকে আদালতে সোপর্দ

রাজশাহী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার রাজশাহী কাটাখালী পৌরসভা মেয়র আব্বাস আলীকে তিনদিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করে।

রাজশাহী মহানগরীর বেয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, আদালতের নির্দেশে রিমান্ডে থাকাকালীন মেয়র আব্বাস আলীর নমুনা ভয়েস সংগ্রহ করেছে পুলিশ। পরীক্ষার জন্য যা ল্যাবে পাঠানো হবে ভাইরাল হওয়া বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখার জন্য।  

এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পাওয়া গেছে। তবে মামলার তদন্ত সাপেক্ষে এখন বলা যাবে না বলেও উল্লেখ করেন এই পুলিশ কমকর্তা।

এর আগে বুধবার (১ ডিসেম্বর) ভোরে রাজধানীর ঈশাখা হোটেল থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে ২ ডিসেম্বর মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাকে আদালতে সোপর্দের পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এসময় আসামিপক্ষ জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করে দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।