ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে মুরাদের মামলার আবেদন খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
বরিশালে মুরাদের মামলার আবেদন খারিজ

বরিশাল: ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য-প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন বরিশালের আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি খারিজ করে দেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কাকন।

এর আগে, সোমবার (১৩ ডিসেম্বর) বরিশালের আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করেন।  

আদালতের বরাত দিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট হসিন মন্টু জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মুরাদ হাসান ও নাহিদের বিরুদ্ধে বিএনপির পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর মুরাদ হাসান একটি সাক্ষাৎকারে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার ও প্রকাশ করে মুরাদ হাসান। যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে, এরপর তার সমালোচনা করেন অনেকেই।  এছাড়া ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় নানা সমালোচনার মুখে পড়েন মুরাদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান

‌বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।