ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খুলনায়ও মুরাদের নামে মামলা খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
খুলনায়ও মুরাদের নামে মামলা খারিজ

খুলনা: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দু’জনের বিরুদ্ধে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস মামলাটি খারিজ করে দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আদালত সিআরপিসি ২০৩ ধারা মোতাবেক মামলাটি খারিজ করেছেন।

সম্প্রতি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ এনে সোমবার (১৩ ডিসেম্বর) সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা। দায়ের করা অভিযোগটি আমলে নিয়ে আদালত আদেশের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন।

এতে আসামি করা হয়েছিল সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালকে।

এর আগে ঢাকা, রাজশাহী ও বরিশালে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এমআরএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।