ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অভিযোগ উঠলে আইনজীবীদেরও বিচার হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
অভিযোগ উঠলে আইনজীবীদেরও বিচার হবে

ঢাকা: আইনজীবীদের বিরুদ্ধে অনিয়মের কোনো অভিযোগ উঠলে তারও বিচার হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

বুধবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নে নিজ কার্যালয়ে এমন মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, প্রধান বিচারপতি প্রথম দিনেই বলেছেন, উনি অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং এজন্য একটি কমিটি করে দিয়েছেন। এ কমিটি প্রাথমিক একটি রিপোর্ট দিয়েছে।

তিনি বলেন, আইনজীবীরা সবাই চায় একটু সুন্দর পরিবেশে কাজ করতে। হয়রানি ঝামেলা ছাড়া কাজ করতে। আশা করি প্রত্যেক আইনজীবী একাজে (অনিয়ম-দুর্নীতি দুর করার কাজে) সহযোগিতা করবেন। যদি অনৈতিক কোনো দাবি কেউ না করে তাহলে আইনজীবীরা অবশ্যই সুন্দরভাবে-ভালোভাবে পেশা পরিচালনা করতে পারবেন। ’

তিনি আরও বলেন, ‘কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে আমরা কি না করেছি? যদি অভিযোগ আসে তারও বিচার হবে। ইতোমধ্যে আদালত থেকে কয়েক জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিচার হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।