ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেট আইনজীবী সমিতির সভাপতি সামছুল, সম্পাদক মাহফুজ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
সিলেট আইনজীবী সমিতির সভাপতি সামছুল, সম্পাদক মাহফুজ  সভাপতি সামছুল হক (বাঁয়ে) ও মাহফুজুর রহমান 

সিলেট: সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।  

শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আলীম উদ্দিন।

 

এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতভর চলে গণনা।  

ভোটের প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে সামছুল হক ৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অশোক পুরকায়স্থ পেয়েছেন ৪৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) পেয়েছেন ৭০৫ ভোট।

নির্বাচনে অন্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি-১ এখলাছুর রহমান, সহসভাপতি-২ হাদিয়া চৌধুরী মুন্নী, যুগ্ম সম্পাদক-১ বিজিত লাল তালুকদার, যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম, সমাজ বিষয়ক সম্পাদক মো. সুহেল মিয়া, সহসমাজ বিষয়ক সম্পাদক পদে হুসাইনুর রহমান লায়েছ ও গ্রন্থাগার সম্পাদক সাজেদুল ইসলাম সজীব।  

প্রধান নির্বাচন কমিশনার পদে আক্তার উদ্দীন আহমদ টিটু এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারী নির্বাচন কমিশনারের দুটি পদে বিজয়ী হয়েছেন মো. সেলিম মিয়া ও আব্দুল মুকিত। সহসম্পাদক পদে আরিফ আহমদ, গোলজার হোসেন খোকন ও মো. সাজিদুর রহমান রিপন বিজয়ী হয়েছেন।  

সদস্য পদে বিজয়ীরা হলেন- আব্দুল গফফার, মো. আখতার হোসেন খান, জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন, মো. রাজ উদ্দিন, মো. আব্দুল ওদুদ, মো. আনোয়ার হোসাইন, কল্যাণ চৌধুরী, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, এমদাদুল হক ও আবু মো. আসাদ।  

এবার সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৭২ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. আলীম উদ্দিন বলেন, এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ১ হাজার ৭৯৫ জন। ভোট পড়েছে ১ হাজার ৫৩৫টি। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তিনি সমিতির সদস্যদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এনইউ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।