ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আদালত চত্বরে ওসি প্রদীপের ফাঁসির দাবিতে বিক্ষোভ

মিনহাজুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
আদালত চত্বরে ওসি প্রদীপের ফাঁসির দাবিতে বিক্ষোভ

কক্সবাজার থেকে: টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি সাবেক টেকনাফ থানার ওসি (বরখাস্ত) প্রদীপ দাসের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ চলছে।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১ টা ৫৮ মিনিটে ওসি প্রদীপকে আদালতে তোলার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু হয়।

প্রায় দুই শতাধিক মানুষ মাইক নিয়ে বিক্ষোভ করছে। পুলিশ বারিকেড দিয়ে রেখেছেন একপাশে।  

হাফেজ আহমেদ বাংলানিউজকে বলেন, আমার ভাই সাহাব উদ্দীনের বিরুদ্ধে থানায় একটি ফরেস্টের মামলা ছিল। দিন দুপুরে ধরে নিয়ে গিয়ে ৫ লক্ষ টাকা দাবি করেছিল প্রদীপ। কিন্তু ৫০ হাজার টাকা দিয়ে ছিলাম, সেই টাকা নেয়নি।  আমার ভাইকে ক্রসফায়ার দেওয়া হয়েছিল রাতে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।