পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদের (স্বরূপকাঠি) ছারছিনা দরবার শরিফের মাহফিলে গিয়ে তোসিব (১২) নামের এক মাদরাসা ছাত্র নদীতে ডুবে নিখোঁজ হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে একসঙ্গে তিন ছাত্র সন্ধ্যা নদীতে গোসল করতে যায়।
তীরে উঠতে পারলেও তোসিব নামের ওই ছাত্র স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের ডুবরিরা ব্যাপক অনুসন্ধান চালিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত তোসিবের কোন সন্ধান পায়নি।
নিখোঁজ মো. তোসিব ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ (সাতপাখি) শুভাঢ্যা খানকায়ে ছালেহিয়া দ্বীনিয়া মাদরাসা ছাত্র। তার বাবার নাম শহিদুল ইসলাম।
ওই মাদরাসা থেকে চল্লিশ সদস্যদের একটি দল মঙ্গলবার ছারছিনা দরবার শরিফের ইছালে সওয়াব মাহফিলে আসে।
দুপর ১২ টার দিকে মো. তোসিব এবং তার দুই বন্ধু গোসল করতে নদীতে যায়। তারা সাঁতার কেটে কিছুটা দূরে যায়। তখন নদীর স্রোতে তোসিব পানিতে তলিয়ে যায়। অন্য দুজনকে ট্রলার চালকরা উদ্ধার করেন।
খবর পেয়ে স্বরূকাঠির ফায়ার সার্ভিস ও বরিশাল ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবরি টিম নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন ।
ফায়ার সার্ভিসের স্বরূপকাঠি স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, বরিশাল থেকে ফয়ার সার্ভিসের ডুবরি এনে অনুসন্ধান চালানো অব্যহত রয়েছ।
নেছারাবাদ ( স্বরূপকাঠি ) থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) রিয়াজ হোসেন পিপিএমসহ পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে অবস্থান করছি।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০২২
এসএএইচ