ঢাকা: দেশব্যাপী পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৪ ডিসেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স) মো. মনজুর রহমান সতত্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টা এক হাজার ৩৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের এ অভিযান অব্যাহত আছে বলেও জানান এআইজি মো. মনজুর।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
পিএম/আরআইএস