সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে (আরপিও) ভোট বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা বাড়ানো হয়েছে। অনিয়ম হলে পুরো নির্বাচনী এলাকার ভোট বাতিল করতে পারবে কমিশন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এর বিস্তারিত তুলে ধরেন।
ভোট বাতিলে নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ইলেকশন কমিশনের আগের আইনে বিধান ছিল যে কোন একটা নির্বাচনী এলাকায় যদি কোনো ভোট কেন্দ্রে গন্ডগোল হতো সেই ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করার। এখন নির্বাচন কমিশন যদি মনে করে, একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত; তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে।
সংশোধিত আরপিও-তে অন্তর্ভুক্ত করা হয়েছে, বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না।
সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে হলফনামায় দেশ ও বিদেশের সব আয় ও সম্পত্তির হিসেব দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে।
এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আরও পড়ুন:
বন্ধ হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ, ফিরলো ‘না ভোট’
এবার নির্বাচনী কাজে দায়িত্বরতরাও ভোট দিতে পারবেন
পলাতক আসামি নির্বাচনে প্রার্থী হতে পারবে না
জামানত বেড়ে ৫০ হাজার, দিতে হবে দেশ-বিদেশের সম্পত্তির হিসাব