ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযান: জরিমানা-পলিথিন জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, অক্টোবর ২৩, ২০২৫
দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযান: জরিমানা-পলিথিন জব্দ অভিযান

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের অভিযানে মোট ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতিরঝিল এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে ৬টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে কাশিপুরের এস. এম. প্যাকেজিং প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৮২৫ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া পঞ্চগড়ে শব্দ ও বায়ুদূষণ বিরোধী অভিযানে ৫ হাজার টাকা জরিমানা এবং ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এসকে/পিএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।