ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বিশ্ব মৃত্তিকা দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
টাঙ্গাইলে বিশ্ব মৃত্তিকা দিবসে র‌্যালি টাঙ্গাইলে বিশ্ব মৃত্তিকা দিবসে আলোচনা সভা

টাঙ্গাইল: র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে টাঙ্গাইলে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে ‘মৃত্তিকা খাদ্যের সূচনা যেখানে’ এ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনার সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মো. আতাউল গনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিন প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন- অনুষ্ঠানের সভাপতি টাঙ্গাইল মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উৎপল কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহসানা আক্তার।

এর আগে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।