ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ মনির জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র পেলেন তিন শতাধিক মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
শেখ মনির জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র পেলেন তিন শতাধিক মানুষ

হবিগঞ্জ: শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে তিন শতাধিক অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে শীতের কাপড় (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে শীতের কাপড় বিতরণ করা হয়।

জেলা যুবলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঈন উদ্দিন চৌধুরী সুমনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। তিনি বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি ছিলেন একাধারে লেখক, সাংবাদিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি বেঁচে থাকলে আজ দেশের মানুষের উপকার হতো। স্বাধীনতা বিরোধীরা তাঁকে হত্যার মধ্য দিয়ে দেশের অপূরণীয় ক্ষতি করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।