ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার হাসপাতালের কর্মকর্তা ও তার স্ত্রীর নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
মৌলভীবাজার হাসপাতালের কর্মকর্তা ও তার স্ত্রীর নামে মামলা

ঢাকা: অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মৌলভীবাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন ও তার স্ত্রীর শেফালী বেগমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০৫ ডিসেম্বর) দুদকের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, মৌলভীবাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন অবৈধভাবে ২ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৫১৯ টাকা মূল্যমানের সম্পদের মালিকানা অর্জন করেন। তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৭ লাখ ৬৯ হাজার ১৭১ টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন।

দুর্নীতি দমন কমিশনে ওই কর্মকর্তা সম্পদ বিবরণীতে জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করার দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ গত রোববার মামলাটি দায়ের করা হয়।

একই অপরাধে জাকির হোসেনের স্ত্রী শেফালী বেগমের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।