ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃতিত্ব অর্জনে পুলিশ সদস্যের সন্তানদের মেধা বৃত্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
কৃতিত্ব অর্জনে পুলিশ সদস্যের সন্তানদের মেধা বৃত্তি

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

সভার শুরুতেই পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর পক্ষ থেকে পুলিশ কমিশনার সাইফুল ইসলাম শিক্ষা ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জন করায় পুলিশ সদস্যদের সন্তানদের মেধা বৃত্তি তুলে দেন। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা সূচক ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়।

পরে এক সভায় পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশের সব সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে গত মাসের আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন। এছাড়া চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় পুলিশ কমিশনার সাইফুল ইসলাম অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিত করতে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে সবার সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ কমিশনার সাইফুল বলেন, কোনো সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কোনো আচরণ কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

এর আগে কল্যাণ সভায় পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক (নি.) মো. আব্দুল কুদ্দুস মৃধাকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা দেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি) রুনা লায়লার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসেরসহ বিএমপি'র সব শীর্ষ কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এসএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।