ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবন নির্মাণে ১১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবন নির্মাণে ১১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে দুটি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধ ১১ লাখ টাকা জরিমানা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খান বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করা সম্পূর্ণ বে-আইনি। তাই আমরা ওই সব বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছি। এছাড়া বাড়ির মালিক শাহাদাত হোসেনকে দুই লাখ টাকা, সমিতি বিল্ডিং কর্তৃপক্ষকে তিন লাখ টাকা, নাছির উদ্দিন নামে এক বাড়ির মালিককে চার লাখ টাকা ও আনিসুর রহমান নামে আরেক বাড়ির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, এসব বাড়ির মালিকরা ভবিষ্যতে ফের এ ধরনের অপরাধ করে তাহলে বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।