ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে যুক্তরাজ্যের সতর্কবার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে যুক্তরাজ্যের সতর্কবার্তা

ঢাকা: আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের হাইকমিশন।

মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) যুক্তরাজ্যের হাইকমিশন এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 

হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় যুক্তরাজ্যের হাইকমিশন উল্লেখ করেছে, ১০ ডিসেম্বরে রাজনৈতিক সমাবেশের ফলে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহিংস সংঘর্ষ হতে পারে। ঢাকায় ১০ ডিসেম্বর রাজনৈতিক সমাবেশে আশঙ্কা করা হচ্ছে -  শহরের চারপাশে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক এবং চলাচলে সম্ভাব্য ব্যাঘাত ঘটবে। সে কারণে ১০ ডিসেম্বরের আগে ও পরের দিনগুলিতে সমাবেশ ঘিরে ব্রিটিশ নাগরিকদের জমায়েত এড়াতে পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের হাইকমিশন।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে।  তবে কোথায় সমাবেশ হবে, তা এখনো নির্ধারিত হয়নি। স্থান নিয়ে পুলিশ ও বিএনপির নেতাদের আলোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।