বরিশাল: বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধানবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ২৫০ মণ ধানসহ ট্রলারটি ডুবে যাওয়ার খবর মিলেছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি সংলগ্ন সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে।
আহত হায়দার ফকির বলেন, সোমবার (৫ ডিসেম্বর) রাতে বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা থেকে ট্রলারে করে ২৫০ মণ ধান নিয়ে নিজ বাড়ি বাইশারীর দত্তপাড়া যাচ্ছিলাম। শিয়ালকাঠি এলাকায় পৌঁছুলে মঙ্গলবার ভোরে বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আমি ও আমার শ্রমিক হাবিব ফকির নদীতে পড়ে গিয়ে আহত হই। পরে ট্রলারটিও ধীরে ধীরে ডুবে যায় ধান নিয়ে। স্থানীয় জেলেরা আমাদের উদ্ধার করেছেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসএম/এএটি