ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ২ হাজার ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ মামুন কাজী (৩৪) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কোর্টপাড় এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মামুন একই উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের আবু কাজীর ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন বাংলানিউজকে বলেন, মামুন দীর্ঘদিন ধরে ভাঙ্গার কোর্টপাড় এলাকায় ভাড়া বাসায় থেকে মাদকের সিন্ডিকেট গড়েছিল। প্রায়ই তার সিন্ডিকেটের ইয়াবা বিক্রেতারা প্লেনে করে কক্সবাজারে যাতায়াত করতেন। এছাড়া বিশেষ কায়দায় প্যাকিং করা ইয়াবা গিলে পেটে করে নিয়ে আসতেন। পরে ভাঙ্গায় মামুনের ভাড়া বাসায় এসে তারা পেট থেকে ইয়াবা বের করে বিক্রি করতেন। এ ঘটনায় গ্রেফতার আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই উপ-পরিচালক।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসআরএস