ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল দম্পতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল দম্পতির দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল।

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার টাটকপুর এলাকায় বিআরটিসির একটি বাসের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতিরা হলেন- দিনাজপুর শহরের রেলওয়ে কলোনির বাসিন্দা লোকমানের ছেলে সোহেল রানা (৩৮) ও শহরের বালুবাড়ী সিপাহীপাড়ার মেয়ে রুস্তম আলীর মেয়ে সেলিমা বেগম (২৮)।

স্থানীয়দের বরাতে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল বাংলানিউজকে বলেন, সকালে মোটরসাইকেলে করে দিনাজপুরের ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। পথে বিরামপুরের টাটকপুর এলাকায় পৌঁছালে নওগাঁর সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।

এসআই আরও বলেন, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দুর্ঘটনায় ওই বাসটিকে আটক করে ফুলবাড়ী থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।