ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ৫০০ অসহায় পরিবার পেল শীতবস্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
নওগাঁয় ৫০০ অসহায় পরিবার পেল শীতবস্ত্র

নওগাঁ: নওগাঁয় অসহায় ৫০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।  

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদর উপজেলার হাপানিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জার্মান দাতা সংস্থা ‘মুসলিম হেলফেন’র অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রানী'র উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে এসব শীবতস্ত্র বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) খালিদ মেহেদী হাসান।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন, রানী’র প্রধান নির্বাহী ফজলুল হক খান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সহ-সভাপতি রায়হান আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, হাপানিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরুল ইসলামসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এসআরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।