ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৭

রাজশাহী: রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৫ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালি থানা ৪ জন, বেলপুকুর থানা ১ জন, শাহ মখদুম থানা ১ জন, বিমানবন্দর থানা ১ পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করেছে।

আটকদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া, ১২ জনকে মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধে ৫ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৭, ডিসেম্বর ০৮, ২০২২
এসএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।