ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

২৪ রো‌হিঙ্গা গেলেন যুক্তরাষ্ট্রে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, ডিসেম্বর ৮, ২০২২
২৪ রো‌হিঙ্গা গেলেন যুক্তরাষ্ট্রে গুগল থেকে সংগৃহীত ছবি

ঢাকা: প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ২৪ জন রো‌হিঙ্গা শরণার্থী। তারা সেখানে পুনর্বাসিত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এসব রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করেন।

চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক ব্যুরো’র সহকারী সচিব জুলিয়েটা ভালস নয়েস। তার সফরের পরই যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টি চূড়ান্ত হয়।

এর আগে গত ৬ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, প্রতি বছর ৩০০-৮০০ রোহিঙ্গা শরণার্থীকে নেবে যুক্তরাষ্ট্র। তবে এ সংখ্যা খুবই সামান্য। আমরা পুনর্বাসনের পরিবর্তে প্রত্যাবাসনকেই জোর দিতে চাই।

বাংলাদেশ সময়: ১২৩৩, ডিসেম্বর ০৮, ২০২২
টিআর/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।