ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় এবার মতিঝিলে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় এবার মতিঝিলে মামলা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা আহতের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এই মামলায় বিএনপির ২৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এতে বিএনপির ৪৭৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় থেকে দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এ ছাড়া নাশকতার অভিযোগ এনে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়:১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ