ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, ডিসেম্বর ৮, ২০২২
ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজ

ফেনী: ঢাকার নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলা, হত্যা ও কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে মিছিলটি শহরের তাকিয়া রোড থেকে শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে ইসলাম রোডে দলীয় কার্যালয়ে শেষ হয়।

পরে তারা মিলিত হয়ে সমাবেশে করে।

সমাবেশ বক্তারা বলেন, ঢাকার নয়াপল্টনে আওয়ামী লীগ ও পুলিশ মিলে ন্যক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। বিএনপি কেন্দ্রীয় অফিসে হামলা করে পুলিশ বর্বরোচিত কাজ করেছে। নিরীহ মানুষকে হত্যা করেছে। অন্যায়ভাবে বিপুল পরিমাণ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, ইয়াকুব নবী ও আলাউদ্দিন গঠন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।