ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত সিসি ক্যামেরা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৮, ডিসেম্বর ৯, ২০২২
বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত সিসি ক্যামেরা 

ঢাকা: বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। তার এই অংশ হিসেবে অতিরিক্ত সিসি ক্যামেরা বসানো হচ্ছে বিএনপি কার্যালয়ের রাস্তার দুপাশে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে নয়পল্টনে সরেজমিনে দেখা যায়, বিএনপি কার্যালয়ের সামনের রাস্তার ল্যাম্পপোস্টগুলোতে বসানো হচ্ছে অতিরিক্ত সিসি ক্যামেরা।

পল্টন ভারপাপ্ত কর্মকর্তা (ওসি)  সালাউদ্দিন মিয়া সাংবাদিকদের জানান, নাশকতাকারীদের চিহ্নিত করতে সতর্কতার অংশ হিসেবে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।  

তিনি বলেন, জনগণের জালমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
টিএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।