ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ থেকে ৫ রুটে বন্ধ লঞ্চ চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
নারায়ণগঞ্জ থেকে ৫ রুটে বন্ধ লঞ্চ চলাচল নারায়ণগঞ্জ থেকে ৫ রুটে বন্ধ লঞ্চ চলাচল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ-চাঁদপুরসহ ৫টি রুটে বন্ধ রয়েছে লঞ্চ ও নৌযান চলাচল।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাটে সরেজমিনে এ দৃশ্য দেখা গেছে।

এ সময় অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা যায়।

লঞ্চের মালিকরা বলছেন, কোনো চাপে বা কারো নির্দেশে নয় বরং যাত্রী নেই বলেই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

টার্মিনাল সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ থেকে চলাচলকারী ৫ রুটের প্রায় ৫০টি লঞ্চ। নারায়ণগঞ্জ থেকে ঢাকা খুবই কাছে। সহজেই এসব রুটে বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জে জড়ো হয়ে ঢাকায় প্রবেশ করতে পারে। আর এ আশঙ্কা থেকেই বন্ধ রাখা হয়েছে নৌযান চলাচল।

বিআইডব্লিউটিএর পরিদর্শক সমর কৃষ্ণ বলেন, আমাদের লঞ্চ চলাচল বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা নেই। লঞ্চ মালিকরা কেন চালাচ্ছেন না এটা তারাই বলতে পারবেন।

লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল বলেন, আমাদের ওপর কোনো নির্দেশনা নেই। সরকারি বা বেসরকারি কেউই কোনো চাপ বা নির্দেশনা দেয়নি। যাত্রী না থাকায় লঞ্চগুলো এমনিতেই বন্ধ হয়ে গেছে। এখানে অন্য কোনো বিষয় নেই।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মীনা মাহমুদ জানান, লঞ্চ বন্ধ আছে এমন কোনো তথ্য আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।