ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় ট্রলিচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, ডিসেম্বর ৯, ২০২২
কুষ্টিয়ায় ট্রলিচাপায় স্কুলছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরতলীর লাহিনী মধ্যপাড়ায় শ্যালো ইঞ্চিনচালিত ট্রলিচাপায় নাঈম শেখ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা শহরের লাহিনী মধ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নাঈম কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের লাহিনী কর্মকার পাড়ার সোবাহান হোসেনের ছেলে। সে লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, সকালে বাইসাইকেল চালিয়ে নাঈম তার বাড়ির দিকে যাচ্ছিল। পথে লাহিনী মধ্যপাড়া এলাকায় বালুভর্তি একটি ট্রলিচাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। সেই সঙ্গে ঘাতক ট্রলিটিকে জব্দ করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।