বাগেরহাট: বেগম রোকেয়া দিবস উপলক্ষে বাগেরহাটে বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখায় ১০ জন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সফল জয়িতাদের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময় বাগেরহাটের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভিন, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শরিফা খানম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে সম্মাননা পাওয়া পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সুমা মণ্ডল, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে শারমিন আক্তার, সফল জননী হিসেবে শ্যামলী বিশ্বাস, নির্যাতনের বিভিষিকা মুছে নতুনভাবে জীবন শুরু মোসা. পারভিন বেগম এবং সামাজ উন্নয়নে অবদান রাখায় আশালতা বালা।
এছাড়া একই ক্যাটাগরিতে সংবর্ধনা পাওয়া সদর উপজেলার পাঁচজন জয়িতা হলেন তানজিলা খাতুন, শিল্পী আক্তার, বেবি পারভিন, মরিয়ম খানম ও রেক্সনা বেগম।
এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সাংস্কৃতিক ফাউন্ডেশন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এসআরএস