ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফুলপুরে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, ডিসেম্বর ৯, ২০২২
ফুলপুরে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

নিহতরা হচ্ছে- ওই এলাকার মো. ওসমান গনির মেয়ে আছিয়া আক্তার (৪) ও সাইদুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার (৪)। তারা সম্পর্কে চাচাতো বোন।

জানা যায়, দুপুরে পুকুরপাড়ে শিশুরা খেলা করছিল। তাদের মধ্যে আছিয়া ও তানিয়াও ছিল। এ সময় শিশু ওই দুই বোন পুকুরের পানিতে পড়ে যায়। পরে ঘটনাটি টের পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

ওসি মামুন বলেন, নিহত শিশুদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।